বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

পাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও কর্মসূচি l ছবিঃ পার্থ সাহা
পাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও কর্মসূচি l ছবিঃ পার্থ সাহা


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে কেন্দ্রীয় গ্রন্থাগার এবং তথ্যকেন্দ্রে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রো–ভাইস চ্যান্সেলর, প্রক্টর, সহকারী প্রক্টর এবং রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান।
সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে ডেঙ্গু আশঙ্কাজনক রূপ ধারণ করছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এখনই যথাযথ উদ্যোগ গ্রহণ না করা হলে ডেঙ্গু মহামারি সমস্যায় রূপ নিতে পারে। তবে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
বুধবার (২৮ আগস্ট) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘আমাদের দায়িত্ববোধ, ডেঙ্গু করি প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় এসব প্রস্তাব দেন বক্তারা। পাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
পাবিপ্রবিসভার বন্ধু নাজমুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রসায়ন বিভাগের প্রভাষক মো. ফারুক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রীতম কুমার দাস এবং রসায়ন বিভাগের সাবেক সভাপতি রতন চন্দ্র পাল। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য আনোয়ারুল ইসলাম।
সভায় মো. ফারুক আহমেদ বলেন, সারা দেশে প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যথাযথ পদক্ষেপ না নিলে এটি মহামারি সমস্যায় রূপ নিতে পারে। ডেঙ্গু রোগের বিস্তার থেকে পরিত্রাণ পেতে একটু সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জরুরি। বন্ধুসভার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ‘আমাদের দায়িত্ববোধ, ডেঙ্গু করি প্রতিরোধ’ স্লোগানকে সামনে রেখে যে মহতী কাজের উদ্যোগ নিয়েছে, তা সত্যিই সময়োপযোগী।
প্রীতম কুমার দাস বলেন, ডেঙ্গুর ভাইরাস মানুষের দেহে ছড়ায় এডিস মশার মাধ্যমে। মশার আবাস্থল ধ্বংস করতে পারলেই ডেঙ্গু নির্মূল করা সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য আনোয়ারুল ইসলাম বলেন, আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে কেবল আমরা সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
আলোচনা সভায় বন্ধুসভার উদ্যোগে আগামী ২ সেপ্টেম্বর ক্যাম্পাসে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভা শেষে সাধারণ শিক্ষার্থীদের ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতন করার জন্য প্রকৌশল ভবন এবং কেন্দ্রীয় গ্রন্থাগার এবং তথ্যকেন্দ্রে এ–সংক্রান্ত তথ্যসংবলিত দুটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ একটি কর্মপরিকল্পনা তৈরি করেছে। কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর সারা দেশের ১১৭টি বন্ধুসভার বন্ধুরা একযোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশ নেবেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা