কুড়িগ্রামসভা তৃতীয় দফায় বৃক্ষ পেল শিক্ষার্থীরা

কুড়িগ্রামসভা তৃতীয় দফায় বৃক্ষ পেল শিক্ষার্থীরা
কুড়িগ্রামসভা তৃতীয় দফায় বৃক্ষ পেল শিক্ষার্থীরা

৯ সেপ্টেম্বর, ৮২৫টি চারা দিয়ে কুড়িগ্রাম বন্ধুসভা ‘একজন বন্ধু দুটি গাছ’ বৃক্ষরোপণের কর্মসূচি তৃতীয় বারের মতো সম্পন্ন করে।সকালে থেকেই একটু থেমে থেমেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, তারপরও তা উপেক্ষা করে বন্ধুরা আসতে শুরু করেন। প্রায় সব বন্ধু চলে আসলে ৮২৫টি চারা গাছ নিয়ে যাত্রা শুরু করি, ১৫০ জন শিক্ষার্থীর জন্য একটি করে চারা গাছ দেওয়া হয়।ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সেখানে ৩৫০ জন শিক্ষার্থীকে একটি করে চারা বিতরণ ও বিদ্যালয়ে কিছু চারা রোপণ করে বন্ধুরা।কুড়িগ্রাম ২ নং সরকারি প্রথমিক বিদ্যালয়ে, ৩০০ জন শিক্ষার্থীকে একটি করে চারা গাছ বিতরণ ও রোপণ করা হয়।

কুড়িগ্রামসভা তৃতীয় দফায় বৃক্ষ পেল শিক্ষার্থীরা
কুড়িগ্রামসভা তৃতীয় দফায় বৃক্ষ পেল শিক্ষার্থীরা

৭০০টি চারা গাছে একাই জোগান দেন সভাপতি মোখলেছুর রহমান। কুড়িগ্রাম বন্ধুসভা প্রথম দফায় ৮২০টি, ২য় দফায় ১০টি এবং তৃতীয় দফায় ৮২৫টি সর্বমোট ১৬৫৫টি গাছ রোপণ ও বিতরণ করে এ বছরে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহপ্রধান শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার সাবেক সভাপতি হাসান পলাশ, সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক আসিফ ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, নারীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, পরিবেশবিষয়ক সম্পাদক আসমাউল হুসনা নিশা, রাশেদা, রুকু।