ডেঙ্গু কী? নানাকে বোঝাল নাতনি

গত শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর বন্ধুসভা ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় বিখ্যাত লোকসংগীত গম্ভীরার আয়োজন করে।
গত শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর বন্ধুসভা ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় বিখ্যাত লোকসংগীত গম্ভীরার আয়োজন করে।


চারদিকে দর্শক, হইচই। মাঝখানে পেটমোটা একজন বৃদ্ধ। মিতালি মিতালি বলে জোরে চিৎকার করছেন। অবশেষে দর্শকসারির লোকজনকে সরিয়ে হন্তদন্ত করে ভিড় ঠেলে সামনে এসে ‘কী হইছে, ডাকাছিস ক্যানহে’ বলে উচ্চ স্বরে উপস্থিতি জানান দিল শাড়ি পরা এক কিশোরী। দর্শক বুঝে গেল সম্পর্কে এরা নানা–নাতনি। সকাল থেকে খুঁজে খুঁজে হয়রান হয়ে অবশেষে বেচারা তার নাতনিকে খুঁজে পেল।

গত শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর বন্ধুসভা ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় বিখ্যাত লোকসংগীত গম্ভীরার আয়োজন করে।
গত শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর বন্ধুসভা ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় বিখ্যাত লোকসংগীত গম্ভীরার আয়োজন করে।


এ দৃশ্য দেখা গেল দিনাজপুর সরকারি কলেজ মাঠে প্রশাসনিক ভবনের উত্তর প্রান্তে। গত শুক্রবার বিকেল ৫টার সময় দিনাজপুর বন্ধুসভার সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় বিখ্যাত লোকসংগীত গম্ভীরার আয়োজন করেছিলেন। বন্ধুসভার সর্বকনিষ্ঠ সদস্য ফারজানা রহমান ও বন্ধুসভার সাবেক সভাপতি নাজমুল হাসানের পরিবেশনায় এই গম্ভীরা গান পরিবেশিত হয়। এতে অন্যান্যের মধ্যে সংগীত পরিবেশনায় অংশ নেয় নোভা, মেহেরিনা আফরোজ, মৌমিতা, মিজান, সাঈদ, সাব্বির, লাবনী, হারুন, প্রমোদ, শাকিলা, সোহাগ, সুব্রত, অভিজিত রায় প্রমুখ। গম্ভীরায় হারমোনিয়ামে সহযোগিতায় ছিল বন্ধু সুমন রায়, ঢোল বাজিয়েছেন রতন কুমার।

গত শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর বন্ধুসভা ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় বিখ্যাত লোকসংগীত গম্ভীরার আয়োজন করে।
গত শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর বন্ধুসভা ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় বিখ্যাত লোকসংগীত গম্ভীরার আয়োজন করে।


এ সময় নানা–নাতনির গম্ভীরা পরিবেশনে মুগ্ধ হয় দর্শক–শ্রোতা। সরকারি কলেজের আবাসিক হলের শিক্ষার্থী ও কলেজ মোড় বাজার এলাকা থেকে গম্ভীরা দেখতে ছুটে আসে দর্শক। বেশ রসবোধের মাধ্যমে নানা–নাতনি উপস্থিত দুই শতাধিক দর্শক–শ্রোতাকে ডেঙ্গু কী, কীভাবে ছড়ায়, কীভাবে প্রতিরোধ ও প্রতিকার করা যায়, এ বিষয়ে গানে গানে মাতিয়ে তোলেন। সেই সঙ্গে প্রথম আলো বন্ধুসভার পরিচয়সহ বন্ধুসভার বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানায় নানা–নাতনি।

গত শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর বন্ধুসভা ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় বিখ্যাত লোকসংগীত গম্ভীরার আয়োজন করে।
গত শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর বন্ধুসভা ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় বিখ্যাত লোকসংগীত গম্ভীরার আয়োজন করে।


গম্ভীরা পরিবেশন শেষে উপস্থিত দর্শকদের উদ্দেশে আলোচনা করেন দিনাজপুর বন্ধুসভার সভাপতি মো. আবু সাঈদ সরকার, সার্কুলেশন কর্মকর্তা মো. ইমরান আলী, প্রথম আলোর জেলা প্রতিনিধি মো. রাজিউল ইসলাম রাজু।

গত শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর বন্ধুসভা ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় বিখ্যাত লোকসংগীত গম্ভীরার আয়োজন করে।
গত শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর বন্ধুসভা ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় বিখ্যাত লোকসংগীত গম্ভীরার আয়োজন করে।