রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্র

পাঠচক্রে রাবি বন্ধুসভার বন্ধুরা।
পাঠচক্রে রাবি বন্ধুসভার বন্ধুরা।


রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ১০ অক্টোবর বৃহস্পতিবার, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর মাঠে অনুষ্ঠিত হলো পাঠচক্র। বন্ধুসভার এই নিয়মিত আয়োজনে এবারের নির্ধারিত আলোচনার বিষয় ছিল হাবীবুর রহমানের বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি বইটি।
মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং পাঠচক্র বিষয়ক সম্পাদক শাদমান সাকিব নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপসাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন, প্রচার সম্পাদক মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক খালিদ হোসেন, যোগাযোগ সম্পাদক তাসনীম হোসেন, বিনীতা বিশ্বাস, মীনা আক্তার, নয়ন চন্দ্র দাস, আল আমিন, সিফাত হোসেন, গোপাল রয়, ইসফার সিরাত, সানজিন আহসান, আহসান হাবীবসহ আরও অনেকেই। উপস্থিত সবার আলোচনায় ‘বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি’ বইটির মূলভাব, রচনার প্রেক্ষাপট, রচনাশৈলী, ভাষাবিচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বইটির সামগ্রিক দিকগুলো নিয়ে আলোচনা করে এই পর্বের সেরা আলোচক নির্বাচিত হন আল আমিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা প্রতি মাসে অন্তত একটি এবং সর্বোচ্চ চারটি করে পাঠচক্রের আয়োজন করে থাকে।

পাঠচক্র বিষয়ক সম্পাদক