নওগাঁ বন্ধুসভার পাঠচক্র

পাঠচক্র শেষে বন্ধুরা।
পাঠচক্র শেষে বন্ধুরা।


বন্ধুসভার বন্ধুদের বই পড়ায় আগ্রহী করে তোলার জন্যই আমরা পাঠচক্র করি। এতে পড়ার প্রতি আগ্রহ বাড়ে।
আমরা নওগাঁ জেলা পার্কে পরন্ত বিকেলে পাঠচক্র ও সাংগঠনিক আলোচনায় বসি। পাঠচক্রের জন্য নির্ধারিত বই ছিল জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি।
আলোচনায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশ আমাদের বন্ধুসভা কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে, কী কী করা যেতে পারে, এটা নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক।
নওগাঁ বন্ধুসভার সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহসভাপতি বিষ্ণুকুমার দেবনাথ। সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার বাঁধন, সাংগঠনিক সম্পাদক মুরছালিন ইসলাম ও সেই সঙ্গে বন্ধুসভার বন্ধু সালেকুর রহমান, যারিন, সানাম, সাব্বির, ফারিহা, সুজন, শাওন, রায়হান, নুরতাজ প্রিন্স, এবং বন্ধুসভার শুভাকাঙ্ক্ষী।

সাহিত্য সম্পাদক