এসকেটেক বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

এসকেটেক বন্ধুসভার সাংগঠনিক বৈঠক।
এসকেটেক বন্ধুসভার সাংগঠনিক বৈঠক।


গেল ২ নভেম্বর সাংগঠনিক বৈঠকে বসেছিল ঝিনাইদহের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ (এসকেটেক) বন্ধুসভা। কলেজটির সেমিনার কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসকেটেক সভার আহ্বায়ক কমিটির সদস্যরা অংশ নেন। তাঁদের সঙ্গে আলোচনায় যোগ দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি সজীব মিয়া।
বৈঠকের আগে কেন্দ্রীয় সহসভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন এসকেটেক বন্ধুসভার উপদেষ্টা এবং কলেজটির সহকারী অধ্যাপক সাইফুর রহমান। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। বন্ধুসভা কী ও কেনসহ বন্ধুসভার সার্বিক কর্মসূচি সম্পর্কে কথা বলেন সজীব মিয়া। কীভাবে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার সাংগঠনিক কার্যক্রম বাড়ানো যায় সে বিষয়েও তিনি নির্দেশনা দেন। 

এসকেটেক বন্ধুসভার সাংগঠনিক বৈঠক।
এসকেটেক বন্ধুসভার সাংগঠনিক বৈঠক।


এ সময় আহ্বায়ক রাফিউল ইসলাম বলেন, ‘এসকেটেক বন্ধুসভার বয়স প্রায় ৬ মাস। এরই মধ্যে আমরা বেশ কিছু কর্মসূচি পালন করেছি। জোর প্রস্তুতি চলছে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার, শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে। এর মাধ্যমে কলেজ বন্ধুসভা আরও গতিশীল হবে।’

এসকেটেক বন্ধুসভার সাংগঠনিক বৈঠক।
এসকেটেক বন্ধুসভার সাংগঠনিক বৈঠক।


আহ্বায়ক ছাড়াও যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম ও ফাতেমাতুজ্জোহুরা চৌধুরী বন্ধুসভায় যুক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। সেই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম, প্রণয় পাল, রিমন দেব নাথ, মাইনুল ইসলাম, রমজান আলী, বাঁধন জোয়ার্দ্দার, দাউদুল হক, মাহাদী হাসান, শোয়েব আক্তার, অনিক মাহমুদ, সাগরময় সেনগুপ্ত, মানস মণ্ডল, সোহেল রানা, সালিত মাহমুদ, আল আমিন, জোবায়ের, আলিফ, রুবেল, আলমাছ, সুবর্ণা সেন, সানজিদা, নিশাত নাওয়াল, তাসনিয়া রশিদ, বাবুল করিম ও আবু সাঈদ।