বিতর্ক ক্লাব গঠন করল জামালপুর বন্ধুসভা

২১ নভেম্বর প্রথম আলো জামালপুর বন্ধুসভার উদ্যোগে ‘প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজ’–এ একটি বিতর্ক ক্লাব গঠন করা হয়।
২১ নভেম্বর প্রথম আলো জামালপুর বন্ধুসভার উদ্যোগে ‘প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজ’–এ একটি বিতর্ক ক্লাব গঠন করা হয়।


২১ নভেম্বর প্রথম আলো জামালপুর বন্ধুসভার উদ্যোগে ‘প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজ’–এ একটি বিতর্ক ক্লাব গঠন করা হয়।
এ জন্য প্রথমে একটি স্কুল নির্বাচন করা হয়। পরে আমরা স্কুলপ্রধানের সঙ্গে যোগাযোগ করে আমাদের উদ্যোগের কথা জানাই। এতে স্কুলের প্রধানসহ অন্য শিক্ষকেরাও খুশি হন এবং কর্মশালাটি করার অনুমতি প্রদান করেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা ‘প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজে’ একটি বিতর্ক কর্মশালার আয়োজন করি। স্কুলের ৭০ জন শিক্ষার্থী, শিক্ষক এবং জামালপুর বন্ধুসভার বন্ধুরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম কর্মশালায় বক্তব্য দেন। এরপর সূচনা বক্তব্যে জামালপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক এস এম সিফাত আবদুল্লাহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এবং বন্ধুসভার নানা কার্যক্রম সম্পর্কে জানান। এরপরই শুরু হয় কর্মশালার মূল পর্ব ‘প্রশিক্ষণ’। প্রশিক্ষণ পর্বটি দুটি ভাগে ভাগ করা হয়।

জামালপুর বন্ধুসভার দুই বিতার্কিক বন্ধু প্রশিক্ষক হিসেবে অংশ নেন। প্রথম পর্বে জামালপুর বন্ধুসভার যোগাযোগ সম্পাদক ও বিতার্কিক তৌহিদুল ইসলাম যুবরাজ বিতর্কের ধারণা এবং বিতর্কের উদ্দেশ্য নিয়ে কথা বলেন। আর দ্বিতীয় পর্বে জামালপুর বন্ধুসভার বন্ধু ও বিতার্কিক ইরতিজা দীপ সনাতনী বিতর্কের বিষয়ে নিয়ে কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালা শেষে আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে সভাপতি সিজদা-ঈ-জান্নাত, সহসভাপতি আলভী, সাধারণ সম্পাদক সোহান, সহসাধারণ সম্পাদক আফরীন, সাংগঠনিক সম্পাদক সিয়াম, সহসাংগঠনিক সম্পাদক মিম এবং স্কুলের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসানকে বিতর্ক ক্লাসের মডারেটর করে একটি বিতর্ক ক্লাব গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখার উপাধ্যক্ষ মো. আতিকুর রহমান খান ও প্রভাষক মো. মিজানুর রহমান এবং স্কুলের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মনোয়ারা বেগম। এ ছাড়া জামালপুর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাদী, অর্থ সম্পাদক মোহাইমিনুল ইসলাম, পাঠচক্র সম্পাদক মো. মামুনুর রশীদ, সমাজকল্যাণ সম্পাদক আফরা আক্তার, পাঠাগার সম্পাদক সাখাওয়াত হোসেন এবং বন্ধু মিথিলা, আনান, নিজাম, রাহুল, বায়েজিদ, সিয়াম, আসলাম, তনয় ও আতিয়া।

সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা