হেলেন অব ট্রয়

পাঠচক্রের ভৈরব বন্ধুসভার বন্ধুরা।
পাঠচক্রের ভৈরব বন্ধুসভার বন্ধুরা।


ইতিহাসে যে কয়েকজন আলোচিত নারী আছেন, যাঁদের কথা আজও মনে রেখেছে সবাই, তাঁদের মধ্যে হেলেন অন্যতম। ট্রয়ের হেলেন আর যুবরাজ প্যারিসের প্রেমকাহিনি ইতিহাসে স্থান দখল করে আছে। ভালোবাসা, সৌন্দর্যের পরিণতির ভয়াবহতা নিয়ে ভৈরবসভার বন্ধুরা গত ২৭ নভেম্বর পাঠের আসর ‘পাঠচক্র’ নিয়ে বসেন ভৈরব অফিসে। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় পাঠের আসর। মূল আলোচনায় অংশ নেন সহসভাপতি প্রিয়াংকা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ভৈরবসভার সাহিত্য সম্পাদক ইকরাম বখশ। সুমন মোল্লা বলেন, সাহিত্যজ্ঞান বিকশিত করার জন্য মুদ্রিত বই পড়ার কোনো বিকল্প নেই, আমরা বলি, ‘মুদ্রিত বই পড়ি, আলোকিত জীবন গড়ি।’
বইয়ের আলোচনায় আরও অংশ নেন রাসেল রাজ, রিফাত হোসেন, তাবাসসুম জেরিন।

পাঠচক্রে বন্ধু সুমাইয়া হামিদ ।
পাঠচক্রে বন্ধু সুমাইয়া হামিদ ।


সাধারণ সম্পাদক আল আমিন তুষার বলেন, পাঠক সংগঠন ভৈরব বন্ধুসভার মূল প্রাণ হলো পাঠচক্র। শুধু বাংলা সাহিত্যেই সীমাবদ্ধ নয়, সব বন্ধু যেন ইংরেজি সাহিত্য সম্পর্কেও ধারণা পায়, তাই এ পাঠের আসর।
সভাপতি আসাদুজ্জামান সোহেল বলেন, ‘পাঠচক্রের মাধ্যমে আমরা গ্রিক পৌরাণিক সাহিত্যের হেলেন অব ট্রয়ের ইতিহাস সম্পর্কে জানলাম। একজন নারীর সৌন্দর্যে বিমোহিত হয়ে দীর্ঘদিন যুদ্ধ করে একটি রাজ্য ধ্বংস হয়ে যাওয়া ও শেষ পরিণতি ছিল খুবই ভয়াবহ।’

পাঠচক্রে বন্ধু আল আমিন তুষার।
পাঠচক্রে বন্ধু আল আমিন তুষার।


পাঠচক্র শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী পাঁচজনকে উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন উপদেষ্টা মফিজুল ইসলাম, জনি আলম, সহসভাপতি নাহিদ হোসাইন, উপসাংগঠনিক সম্পাদক অর্ণব গণি, অনুষ্ঠান সম্পাদক সানজিদা সিদ্দিকা, মহিমা মেধা, জান্নাতুল মিশু, আফজাল হোসেন ও মানিক আহমেদ।
পাঠের এই আসরে সাংগঠনিকভাবে যুক্ত হয়েছিলেন ‘কবিতা পাঠের আসরের’ একদল তরুণ বন্ধু।