পাবিপ্রবি বন্ধুসভার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

পাবিপ্রবি বন্ধুসভার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
পাবিপ্রবি বন্ধুসভার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির বিজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে পরিকল্পিতভাবে বর্বর হত্যাকাণ্ড সংঘটিত করে।

দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করা হয়। শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ ফজলে রাব্বীকে নিয়ে দেয়ালিকা প্রকাশ করা হয়। আলোচনা করা হয় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে। এ ছাড়া বন্ধুরা নিজ নিজ জেলার শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আলোচনা করেন। দেয়ালিকা প্রকাশের দায়িত্বে ছিলেন পাঠচক্র সম্পাদক দেলোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক রুকাইয়া বুলবুল, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, যোগাযোগ সম্পাদক মুনমুন আক্তার এবং পরিবেশ সম্পাদক সাদিয়া নুসরাত। এ ছাড়া সহযোগিতায় ছিলেন সমাজকল্যাণ সম্পাদক খালিদ খান। দিবসটি ঘিরে উপস্থিত ছিলেন সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক টিপু কুমার গুপ্ত, সৌমি, অমিয়, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ এবং বন্ধু হাফিজ, আসাদুল্লাহ, আশিকসহ পাবিপ্রবি বন্ধুসভার অনেক বন্ধু।

সমাজকল্যাণ সম্পাদক, পাবিপ্রবি বন্ধুসভা।