নাসরিন আক্তার ইতির 'মনে পড়ে'

গোয়ালন্দ বাজারে অবস্থিত প্রথম আলো গোয়ালন্দ ও বন্ধুসভার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু। একই সঙ্গে বন্ধুসভার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ বাজারে অবস্থিত প্রথম আলো গোয়ালন্দ ও বন্ধুসভার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু। একই সঙ্গে বন্ধুসভার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।


রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার রাতে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সহসভাপতি নাসরিন আক্তার ইতির কাব্যগ্রন্থ মনে পড়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বন্ধুসভার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ বাজারে অবস্থিত প্রথম আলো গোয়ালন্দ ও বন্ধুসভার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এম রাশেদুল হক রায়হান। বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন ও সাংগঠনিক সম্পাদক জীবন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল-মামুন, সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আবদুল মুহিত হীরা, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগী অধ্যাপক ফকীর নুরুজ্জামান, রাজবাড়ী পিটিআইয়ের ইন্সট্রাক্টর মফিজুল ইসলাম তানসের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. বজলুর রহমান, পল্লী বিদ্যুৎ গোয়ালন্দ উপজেলার পরিচালক কোব্বাত হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর বজলুর রশীদ, রুহুল আমিন, সেলিম মুন্সী, মো. সিদ্দিক মিয়া, মনে পড়ে বইয়ের লেখক বন্ধুসভার সহসভাপতি নাসরিন আক্তার ইতি প্রমুখ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলী।
অনুষ্ঠানের প্রথম পর্বে বন্ধুসভার ২০২০ সালের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সাংগঠনিক সম্পাদক, গোয়ালন্দ বন্ধুসভা