চড়ুইভাতি কুমিল্লা বন্ধুসভা

চড়ুইভাতি কুমিল্লা বন্ধুসভা।
চড়ুইভাতি কুমিল্লা বন্ধুসভা।


কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। যার মূল আকর্ষণ ছিল নানা পদের শাক আর ভর্তা। প্রথম আলো কুমিল্লা অফিস থেকে শুরু হয়ে সেই পথে হেঁটে গোমতী নদীর তীরে এবং সেখান থেকে নদীর পাড়, এলাকাজুড়ে যেন উৎসবস্থল। বন্ধুসভার একদল বন্ধুর সহযোগিতায় ভোর থেকেই শুরু হয় জোগাড়যন্ত্র। ৩৫-৪০ জনের জন্য কয়েক পদের শাক আর ভর্তা তৈরি করা, ভাত-ডাল রান্না করা তো সহজ কাজ নয়। ভর্তা তৈরির আয়োজন শুরু হলো মেয়েদের বাসায় আর ডাল-ভাত চড়ানো হলো নদীর পাড়ে।
এর ফাঁকে ফাঁকে চলছিল খণ্ড খণ্ড আড্ডা। সূর্য যখন মাথার ওপর, সবাই চলে যান নদীর পাড়ে। একটু ছায়া, একটু অবসর, বেশ উৎসব উৎসব ভাব। চড়ুইভাতি মানেই অন্য রকম কিছু। খাবারের চেয়ে আনন্দটাই এখানে মুখ্য। দুই চামচ আলুভর্তা, এক চামচ টমেটোভর্তা, একটুখানি শাক ও ডিম, মাছ, সঙ্গে ডাল আর ভাত। সঙ্গে এক টুকরা লেবু! প্লেটে প্লেটে সাজিয়ে চলছিল পরিবেশন। তৃপ্তির ঢেকুর তোলা অনেকেই আবার প্লেটটা একটু বাড়িয়ে দিচ্ছিলেন, আরেকটু ভর্তা হবে কি না, সে আশায়।