পার্বতীপুরে বন্ধুসভার চড়ুইভাতি

পার্বতীপুরে বন্ধুসভার চড়ুইভাতি।
পার্বতীপুরে বন্ধুসভার চড়ুইভাতি।


১৭ জানুয়ারি শুক্রবার পার্বতীপুর বন্ধুসভা চড়ুইভাতির আয়োজন করে। সন্ধ্যা থেকে শুরু হয় চড়ুইভাতির প্রস্তুতি। কেউ রান্নার জন্য চুলা প্রস্তুত করছেন, কেউ সবজি কাটছেন, কেউ আবার জোগাড় করছেন রান্নার সরঞ্জামাদি। খুবই ঘরোয়াভাবে বন্ধুরা আয়োজন করেন চড়ুইভাতির। একদিকে রাত বাড়তে শুরু করছিল তো অন্যদিকে বাড়ছিল বন্ধুদের আনন্দ। এক পাশে চলেছে রান্নার কাজ, আরেক পাশে জমে উঠেছে গানের আসর; গিটারে সুর তুলেছেন বন্ধু সুদীপ্ত। একপর্যায়ে সবাই মিলে শুরু করলেন গলা ছেড়ে গান। গানের মাঝে আরফান বানিয়ে আনলেন এক গামলা মুড়ি। এসব শেষ হতে না হতেই আবার তাঁরা শুরু করে দিলেন নাচ, মুড়ি মাখা। কমতি নেই যেন কিছুতেই। এর মধ্যে খাবার প্রস্তত। বসে গেলেন সবাই যে যাঁর প্লেট নিয়ে, খোলা আকাশের নিচে শীতের রাতে মাদুর বিছিয়ে চড়ুইভাতির খানাপিনায়। আনন্দ, আড্ডা আর কাড়াকাড়ি করে খাওয়াদাওয়ার মধ্য দিয়ে শেষ হলো বন্ধুদের চড়ুইভাতি। চড়ুইভাতির আয়োজন করা হয় বন্ধু আদিবাদের বাড়ির উঠানে।