সৈয়দপুর বন্ধুসভার মাদকবিরোধী কর্মসূচি

সৈয়দপুর বন্ধুসভার মাদকবিরোধী কর্মসূচি।
সৈয়দপুর বন্ধুসভার মাদকবিরোধী কর্মসূচি।


'মাদক মুক্ত হলে দেশ, তরুণরাই গড়বে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সৈয়দপুর বন্ধুসভার মাদকবিরোধী কর্মসূচি পালিত হয় ।
'মাদক মুক্ত হলে দেশ, তরুণরাই গড়বে বাংলাদেশ ’ স্লোগান নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে সৈয়দপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি বেলা ২টায় সৈয়দপুর প্রথম আলো বন্ধুসভার আয়োজনে স্থানীয় কামারপুকুর ডিগ্রি কলেজ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মাদকবিরোধী কর্মসূচির মধ্যে আলোচনা সভা, মাদকবিরোধী লিফলেট বিতরণ ও মাদককে লাল কার্ড প্রদর্শন করা হয়।
সৈয়দপুর বন্ধুসভার সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কামারপুকুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অরুণ কুমার দাস, সহকারী প্রভাষক ও বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম, সহকারী প্রভাষক শওকত হায়াত শাহ, সৈয়দপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আহসান হাবিব, পাঠচক্র সম্পাদক রেজাউল করিম ও সমাজকল্যাণ সম্পাদক জেসমিন আরা।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার যুগ্ম সাধারণ-সম্পাদক মাসুম বিল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার বন্ধু ডালিম রায়, মোতমাইন বিনতে সমুদ্র, শ্রাবণী আক্তার, আবুজর গিফারীসহ কলেজের শিক্ষকেরা।