ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার ফাল্গুন উৎসব

ফাল্গুন উৎসবের শুরু হয় শোভাযাত্রার মধ্য দিয়ে।
ফাল্গুন উৎসবের শুরু হয় শোভাযাত্রার মধ্য দিয়ে।


ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আয়োজনে ১৩ ফেব্রুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজন করা হয় ফাল্গুন উৎসবের।
সাংস্কৃতিক অংশের আয়োজক ছিলেন বন্ধুরা। দিনের আয়োজন শুরু হয় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। ফাল্গুনকে ফুটিয়ে তুলতে বন্ধুরা গাঁদা ফুল দিয়ে একটি স্টল নির্মাণ করেন। স্টলে বন্ধুসভার বিভিন্ন কার্যক্রমের ছবি শোভা পায়।

ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার ফাল্গুন উৎসবে বন্ধুরা।
ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার ফাল্গুন উৎসবে বন্ধুরা।


বাঙালির বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস রাখা হয় সেখানে। স্টলের সামনে আবহমান বাংলার লাটিম প্রতিযোগিতার আয়োজন করা হয়।
একই সঙ্গে বন্ধুরা ফাল্গুনের রঙে সবাইকে রাঙিয়ে দিতে সবার হাতে আর গালে আলপনা এঁকে দেন। এ ছাড়াও ছিল ঘুড়ি উৎসব, ফাল্গুনের ভাগ্য পরীক্ষাসহ আরও আয়োজন।
বিকেলে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় যেখানে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাবের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার ফাল্গুন উৎসবে বন্ধুরা।
ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার ফাল্গুন উৎসবে বন্ধুরা।


মিম আর প্রিয়া অনুষ্ঠানে নৃত্য এবং সৌরভ ও মাসুদ গান পরিবেশন করেন । পুরো আয়োজনে ড্যাফোডিলের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।
বন্ধুসভার আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাসের উপদেষ্টা মারুফ মাহবুব, সভাপতি জেরিন আফরিন নিশাত, সহসভাপতি মৌ এবং সজীব।
আরও ছিলেন বাকীবুল্লাহ, অনিক, তিতাস, আল আমিন, হৃত্তিক, আশা, মারুফা, মুমিন, পলাশ, অয়নসহ আরও অনেকে।