নারায়ণগঞ্জ বন্ধুসভার শহীদ দিবস পালন

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বন্ধুরা।
শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বন্ধুরা।



নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘লেখক যখন হাজির’ শিরোনামে পাঠচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের শায়েস্তা খান রোডের বন্ধুসভার কার্যালয়ে এই পাঠচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে সকাল সাড়ে আটটায় প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে প্রভাতফেরিতে অংশগ্রহণ করে চাষাঢ়া শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের সদস্যরা।

‘লেখক যখন হাজির’ শিরোনামে পাঠচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
‘লেখক যখন হাজির’ শিরোনামে পাঠচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


এবারের পাঠচক্রে বই নির্ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা, সংস্কৃতিজন ও প্রাবন্ধিক রফিউর রাব্বির নারায়ণগঞ্জে ভাষা আন্দোলন বইটি। পাঠচক্রে উপস্থিত থেকে বইটি নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রফিউর রাব্বি।

প্রভাতফেরি ও পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক জহির আলম রুবেল, নারীবিষয়ক সম্পাদক আফসানা আক্তার, পাঠাগার সম্পাদক সিফাত হাছান সুমাইয়া, সদস্য মৌন লাকী, শিউলি আক্তার, সুমাইয়া খাতুন, শরীফা আক্তার স্বর্ণা, সুমাইয়া বেগম সিমু প্রমুখ।