সুপর্ণা এলিস গমেজের 'মালঞ্চ'

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখকসহ অতিথিরা। (বাঁ থেকে) লেখক রেজা ঘটক, শিশুসাহিত্যিক আখতার হুসেন, লেখিকার মা মালঞ্চ গমেজ, লেখক সুপর্ণা এলিস গমেজ, কথাসাহিত্যিক আনিসুল হক এবং পিউস রোজারিও।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখকসহ অতিথিরা। (বাঁ থেকে) লেখক রেজা ঘটক, শিশুসাহিত্যিক আখতার হুসেন, লেখিকার মা মালঞ্চ গমেজ, লেখক সুপর্ণা এলিস গমেজ, কথাসাহিত্যিক আনিসুল হক এবং পিউস রোজারিও।


সুপর্ণা এলিস গমেজের কবিতার বই মালঞ্চ। ৬ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অমর একুশে বইমেলায়।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক সুপর্ণা এলিস গমেজ, কথাসাহিত্যিক আনিসুল হক, শিশুসাহিত্যিক আখতার হুসেন, লেখিকার মা মালঞ্চ গমেজ, লেখক রেজা ঘটক এবং পিউস রোজারিও।
মালঞ্চ বইটি প্রকাশিত হয়েছে স্বদেশ শৈলী প্রকাশন থেকে। এই বইয়ে মোট ৪০টি কবিতা স্থান পেয়েছে। এটি তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলায় বাতিঘর স্টলে । স্টল নম্বর ৪৪৩-৪৪৫।