বনভোজনে টাঙ্গাইল বন্ধুসভা

বনভোজনে টাঙ্গাইলসভার বন্ধুরা।
বনভোজনে টাঙ্গাইলসভার বন্ধুরা।


গত ১৩ মার্চ টাঙ্গাইল বন্ধুসভার বনভোজন অনুষ্ঠিত হয় মধুপুরে। বন্ধুসভার নতুন–পুরোনো বন্ধুদের এক মিলনমেলা ঘটে বনভোজনে। যাত্রাপথে বন্ধুদের নানা আনন্দের ফলে দীর্ঘ সময়টা হয়ে ওঠে খুবই অল্প। ‘কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা’ গানের সুরে সুর তুলে যাত্রাপথ শেষে মধুপুরের বনে হারিয়ে যান বন্ধুরা। শহরের কোলাহল থেকে দূরের এই বনে চারপাশে শুধু পাখিদের কোলাহল। তবে তারচেয়েও বেশি আনন্দ দেয় মধুপুরের বানরগুলো! বনের পর বন ঘুরে সবাই আবার ফিরে আসেন কাঠের কটেজে। বনের মাঝে ভোজ করলেই তো আর বনভোজন হয় না! শুরু হয় বন্ধুদের বালিশ খেলা, লাঠি ভাঙা, গানবাজনা, আড্ডা। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয় লটারি পর্ব এবং পুরস্কার পর্ব। সন্ধ্যা ঘনিয়ে আসতেই আবার সেই শহুরে জীবনের উদ্দেশ্যে রওনা।
রাস্তার পাশের মনোরম দৃশ্য উপভোগ করতে করতেই শেষ এবারের বনভোজন।

সাধারণ সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা