নির্বোধ

মানুষগুলো বড্ড কেমন, ঘরের ভিতর
থাকছে না,
উল্টোপাল্টা বকছে যেন করোনা তো
কিচ্ছু না।

চড়া দামের বাজার জেনেও মজুত করা
থামছে না,
খেয়ে খেয়েই মরবে যেন বারণ ফারন
শুনছে না।

থানকুনি আর লেবুর দাম ভাই কোনোমতেই
কমছে না,
সাবধানতা কোথায় গেল? করোনার ভয়
করছে না।

চালে–ডালে ভর্তি গুদাম, দাম কিন্তু ভাই
ছাড়ছি না,
মরছে মরুক দেশের মানুষ, আমি তো আর
মরছি না।

চট্টগ্রাম, বাংলাদেশ।