আশীর্বাদ

খবর পেয়েছিলাম ভুলে
তোমার আশীর্বাদের দরজা খুলে
কে যেন হেঁটে বেড়ায় ঘরময়।
কত পুরনো যুগের নাকি পরিচয় তোমার ভাষাতেই কথা বলে
তোমার মনের মতোই চলে
আমার থেকেও ভালোবাসে বেশি
দিব্যি আছো তাকে নিয়ে খুশি।
এক দুপুরে বৃষ্টি নামে খুব
হাতের ভাঁজে হাত ছিল নিশ্চুপ
আজ বাঁধনগুলো যাচ্ছে ভেঙেচুরে
যাবো তোমার থেকে অনেক দূরে সরে।
আমার কেবল সন্দিগ্ধ চোখ
পাড়ার মোড়ে একটু দেখা হোক
দেনা–পাওনার হিসেব যাক চুকে
আশীর্বাদে থাকো তুমি সুখে।
পরিযায়ী পাখি আমার প্রাণ
তোমার আশীর্বাদে নেই তো পিছুটান।