স্বাধীন বাংলাদেশ

বুকের তাজা রক্ত দিয়ে কেনা স্বাধীনতা
স্বাধীনতার কই ইতিহাস বৃক্ষ তরুলতা,
ফুল পাখিরা গান গেয়ে যায় মুক্ত স্বাধীন সুরে
লাল-সবুজের রঙিন কেতন মুক্তাকাশে ওড়ে।

স্বাধীন দেশে সবই স্বাধীন, স্বাধীন মুখের ভাষা
দেশকে আমি ভালোবেসে বুনি বহু আশা,
এই দেশেতে সবাই সমান শ্রমিক মজুর চাষা
দেশের দিকে তুললে আঙুল ডাকবে সর্বনাশা।

দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ত-ঘামে কেনা
দেশের তরে যুদ্ধ করে কত মুক্তিসেনা,
বিঁধছে গুলি, পুড়ছে বোমায়, দেশের সন্তানেরা
যুদ্ধে গিয়ে কত ভাইয়ের আর হলো না ফেরা।

নারী–পুরুষ, জাত ভেদাবেদ আর ছিল না তাতে
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই একই সাথে,
একটানা প্রায় ন মাস যাবৎ যুদ্ধ করে শেষে,
বিজয় নিয়ে ফিরল সবাই স্বাধীন হাসি হেসে।