ভ্রাতৃত্ব-বৈভবে বৈশাখ

আঁকা: স্বপন চারুশি
আঁকা: স্বপন চারুশি


পৌষের পাতাঝরা বিষণ্নতার প্রহর শেষে
তৎপর ফাগুনের হরিৎ পল্লব
পদ্য লেখে রাঙা শিমুল-পলাশের আলপনায়।

চৈত্রদাহে কৃষ্ণচূড়ার ডালে উত্তুঙ্গ লৌহিত্যের আধিপত্য
ঈশান-নৈর্ঋত প্রকম্পিত করে যখন নামে প্রার্থিত বারিধারা
সজীবতায় প্রাণ পায় ধূলিধূসর ঊষর প্রান্তর, লোকালয়।

চারুশিল্পীর নির্ঘুম রাতের ইজেলে আঁকা লক্ষ্মীপ্যাঁচা,
রাজহংসী, ময়ূরপঙ্ক্ষী,
হাতিসমেত রাজপথ দখলে নেয়—
মঙ্গল শোভাযাত্রার নতুন সূর্যোদয়।

হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-বৌদ্ধের সৌহার্দ্যের আবহে
ধ্বনিত প্রতিধ্বনিত হয় ‘এসো হে বৈশাখ, এসো এসো...’
বাঙালিয়ানা ভ্রাতৃত্ব-বৈভবের পয়লা বৈশাখ।