মে দিন


পহেলা মে ১৮৮৬ সাল
শিকাগো শহরের হে নগরী হয়েছিল লাল।
রাজপথে নেমে এসেছিল শ্রমজীবী মানুষ
উড়িয়েছিল রক্তের ফানুস।

সেদিন ছিল অধিকার আদায়ের দিন
হেনরি বাজিয়েছিল বীণ।
কলকারখানায় ঝুলেছিল তালা
ছিল আট ঘণ্টা দাবি আদায়ের পালা।

শ্রমজীবী মানুষ তোমাদের জয় হোক
ইট কাঁধে শ্রমিক বাবা তোমার জয় হোক।
ইস্পাতকঠিন হাত ভাই তোমার জয় হোক
গার্মেন্টস শ্রমিক বোন তোমার জয় হোক।

সারা দুনিয়ায় ধনী–দরিদ্রের ফারাক মুক্ত হোক
মালিক–শ্রমিক মেলবন্ধনে যুক্ত হোক।
মেহনতি মানুষের উত্তোলিত হাত
জোগাবে সকলের তরে সমান সাদা ভাত।