জলজ

আঁকা: আরমান চৌধুরী লিমন
আঁকা: আরমান চৌধুরী লিমন


জলেই যদি বাইবা তরী, বৈঠা শক্ত হাতে
জলে তবে নামো না কেন কৃষ্ণপক্ষ রাতে?
জলের ছুরি জল যে কাটে—জলের রক্ত ঝরে
জলে জলের জলশূন্যতা-জলপিপাসায় মরে।
জলের নিচে গোপন আগুন—ঝড় তোলে যদি
মরাগাঙটাও তোমার কাছে—হবে সায়র নদী।
সাঁতার যদি নাইবা জানো—কেন তরী বাও?
তুফান–ঝড়ে মাঝ দরিয়ায়—ভাঙে যদি নাও।
টুপ করে ডুববে তুমি—তলিয়ে যাবে জলে
জলে জলের মালা গেঁথে—দেবে তোমার গলে।
তুফান চায় লড়াই করো—সাঁতরে হও পার
জলের মানুষ জল সঙ্গমে হত একাকার।
জলের মানুষ হয়েও তুমি রাখোনি জলে হাত
জলের তলে তুফান কান্দে, পোড়ে ফাগুন রাত।
পলাশ, নরসিংদী।