বিশ্বাস বেচে দিয়ো না


শুনলাম, কড়া দামেই নাকি বিশ্বাস বেচে দিয়েছ!
বিশ্বাস বেচে দিলে মরে যায় উদ্ভিদের মূল কাণ্ড
বিশ্বাস বেচে দিলে মরে যায় আহ্লাদী পোষা পাখি
বিশ্বাস বেচে দিলে মরে যায় খরস্রোতা নদী
কর্পূরের মতো উবে যায় শরতের সৌম্য বাতাস!
বিশ্বাস বেচে দিলে পালিয়ে যায় শ্বাসপ্রশ্বাস
প্রেম কাম পালিয়ে যায়; পুড়ে যায় তাবৎ পৃথিবী
বিশ্বাস বেচে দিলে ভেতরের মানুষটাও মরে যায়
যেমন আমিও সেই কবে তোমার মনে মরে গেছি!
জানো তো-বিশ্বাসহীনতায় আমি লীন হয়ে যাই।

পলাশ, নরসিংদী।