অবহেলিতদের রান্না করে খাওয়াব


এবার ঈদে আমি আমার ব্যক্তিগত উদ্যোগ থেকেও কিছু কাজ করতে চাই।
আমি একজন শিক্ষার্থী। আমার ব্যয় থাকলেও কোনো আয় নেই। মানুষকে বস্ত্র, খাদ্য ও অর্থ দেওয়ার সামর্থ্য আমার নেই। তাই বলে বসে তো থাকতে পারি না। এবারের ঈদে আমি নীলফামারী জেলার অসহায় দুস্থ পরিবারের পাশে থাকতে চাই। অবহেলিতদের বস্ত্র দিতে পারব না, তবে তাদের বস্ত্র ধুইয়ে তো দিতে পারব, তাই ধুয়ে দিতে চাই। তবে চেষ্টা করছি বস্ত্র দিতে পারি কি না।
এবার বস্ত্রের চেয়ে বেশি প্রয়োজন খাদ্যের। এই করোনার জন্য চারদিকে মানুষের সবকিছু প্রায় স্থবির হয়ে গেছে। দুই বেলা দুমুঠো খাবার জোগাড়েও এখন বড় চ্যালেঞ্জ।
তাই নিজ প্রচেষ্টায় একবেলা ডালভাতের ব্যবস্থা করতে চাই অবহেলিত মানুষের।
আমাদের আশপাশে অনেক অবহেলিত মানুষ আছে। যারা কিনা আমাদের সমাজে অবহেলিত, অনেক ভিক্ষা করে খায়, পথশিশু, বয়স্ক দুস্থ—তাদের জন্যই মূলত এ পরিকল্পনা আমার।