সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে রংতুলি

ছবিতে: অভিজিত কুমার সাহা, রিফা তাসনিয়া ও রাজ বর্মণ (বাম থেকে)।
ছবিতে: অভিজিত কুমার সাহা, রিফা তাসনিয়া ও রাজ বর্মণ (বাম থেকে)।


সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘ঘরে বসে কোয়ারেন্টিনের ওপর বিশেষ অঙ্কন প্রতিযোগিতা ‘রংতুলি’। চলতি মাসের প্রথম সপ্তাহে সাউথইস্ট বন্ধুসভার বন্ধুদের কাছে ছবি আহ্বান করা হয়। ছবি আহ্বানের একটি প্রমোশনাল ভিডিওতে কথা বলেন বন্ধুসভার জাতীয় পর্ষদের সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী সভাপতি ও ঢাকা মহানগরের সভাপতি। প্রমোশনাল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পড়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মধ্যে। এরই পরিপেক্ষিতে ১২৬টি ছবি জমা হয় অনলাইনের মাধ্যমে।
যাচাই–বাছাই শেষে ১৬টি ছবি প্রাথমিক অবস্থায় সুপারিশ করা হয়। ১৬টি ছবি থেকে সেরা তিন নির্বাচিত করা হয়। বিচারকার্যের গুরুদায়িত্ব পালন করেন প্রথম আলোর সিনিয়র শিল্পী মাসুক হেলাল।
সেরা তিনে জায়গা পেয়েছে যথাক্রমে অভিজিত কুমার সাহা (প্রথম), রিফা তাসনিয়া (২য়) ও রাজ বর্মণের (৩য়) অঙ্কিত ছবি।
করোনার প্রাদুর্ভাবের কারণে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ঘরে বসেই বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এরই পরিপেক্ষিতে অনুষ্ঠিত হয়ে গেলো ‘রংতুলি’ প্রতিযোগিতা।