স্মার্ট জীবাণুনাশক টানেল তৈরি করলেন রিয়াত

কুড়িগ্রাম বন্ধুসভার সাবেক তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মতিউর রহমান রিয়াত বানালেন স্মার্ট জীবাণুনাশক টানেল। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ দিনাজপুর শাখার সার্বিক ব্যবস্থাপনায় জীবাণুনাশক টানেল তৈরি হয়।
গত ২৬ এপ্রিল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থাপন করা হয় টানেলটি। বাইরে থেকে হাসপাতালে আসা ব্যক্তিরা টানেলের মধ্যে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে শরীরে জীবাণুনাশক স্প্রে হবে। এতে করোনাসহ অন্যান্য রোগজীবাণু হাসপাতালে প্রবেশ করতে পারবে না।
জীবাণুনাশক টানেলটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিবেশ সরকার, সিভিল সার্জন আবদুল কুদ্দুস, দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।