'ঈদের দিন অন্তত না খেয়ে থাকতে হবে না'

আম্পান–দুর্গত খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় প্রথম আলো ট্রাস্টের ত্রাণসহায়তা পৌঁছে দেওয়া হয়। এ কাজে সহযোগিতা করেছে প্রথম আলোর খুলনা বন্ধুসভা। ছবি: প্রথম আলো
আম্পান–দুর্গত খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় প্রথম আলো ট্রাস্টের ত্রাণসহায়তা পৌঁছে দেওয়া হয়। এ কাজে সহযোগিতা করেছে প্রথম আলোর খুলনা বন্ধুসভা। ছবি: প্রথম আলো

আইলায় সবকিছু হারিয়েছিলেন সালাহউদ্দনি সরদার। আম্পানেও আবার সবকিছু হারিয়েছেন। ঘরের চাল-ডাল সবকিছু ভেসে গেছে। এখন খাওয়ার কিছু নেই। অন্য কোনো জায়গা থেকেও ত্রাণ পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে প্রথম আলো ট্রাস্টের সহায়তা পেয়ে পঞ্চাশোর্ধ্ব সালাহউদ্দিন বলেন, ‘এই সহায়তা পেয়ে ঈদের দিন অন্তত না খেয়ে থাকতে হবে না।’

আম্পানের কারণে কয়রার মহারাজপুর ইউনিয়নের ওই ব্যক্তির সবকিছু ভেসে গেছে। এখন আশ্রয় নিয়েছেন বাঁধের ওপর। সেখানেই দুই দিন ধরে পরিবার নিয়ে দিন কাটছে তাঁর।

সালাহউদ্দিনের মতো খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় এমন ১৫০টি পরিবারের মধ্যে গত শুক্রবার খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এ কাজে সহযোগিতা করেছে প্রথম আলোর খুলনা বন্ধুসভা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ ও খাওয়ার স্যালাইন।