উড়তে আমি চাই

হয় না দেখা পাখির সাথে এখন আমার রোজ।
আগের মতো একে অন্যের কেউ রাখে না খোঁজ।
হয় না দেখা পাহাড়–নদী, ছুটি না আর বনে,
মনটা আমার গৃহবন্দী দুঃখ কেবল মনে।
একলা ঘরে থাকি বসে হয় না দেখা আকাশ,
আমার গায়ে লাগে না আর মৃদু মৃদু বাতাস।
সবুজ মাঠে হয় না ছুটা, মনটা কেবল চুপ,
দুচোখ জুড়ে হয় না দেখা পল্লি মায়ের রূপ।

গোমড়া মুখে থাকি সদা, মন বসে না পাঠে,
মনটা শুধু ছটফট করে খেলতে সবুজ মাঠে।
সূর্য দেখে হয় না ফেরা আগের মতো বাড়ি।
আমার সাথে লকডাউনে সবাই দিল আড়ি।

পাঠশালাতে হয় না ছুটা বইটি নিয়ে হাতে,
জোছনামাখা চাঁদের দেখা পাই না আমি রাতে।
ভাল্লাগে না ঘরের ভেতর কোথায় বলো যাই,
আগের মতো ডানা মেলে উড়তে আমি চাই।