১০০ পরিবারকে ত্রাণ দিল বরিশাল বন্ধুসভা

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পলাশপুরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়। গতকাল বরিশাল নগরের হজরত শাহজালাল (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পলাশপুরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়। গতকাল বরিশাল নগরের হজরত শাহজালাল (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। ছবি: প্রথম আলো

সীমা আক্তারের (৩০) স্বামী কালু মিয়া বেকারিশ্রমিক। করোনা পরিস্থিতিতে দুই মাস কাজ নেই। তার ওপর ঘূর্ণিঝড় আম্পান জীর্ণ ঘরটির চাল উড়িয়ে নিয়ে গেছে। জোয়ারের পানিতে দিনে-রাতে দুবার ঘরদোর ভাসে। এমন দুর্যোগে ঘরে খাবার নেই। ছোট্ট সন্তানের মুখে একমুঠো খাবার তুলে দেবেন, সে সামর্থ্যও নেই।
গতকাল সোমবার দুপুরে প্রথম আলো ট্রাস্টের খাদ্যসহায়তা পাওয়ার পর চোখে আনন্দ ধরছিল না বরিশালের মোহাম্মদপুর চরের এই বাসিন্দা সীমা আক্তারের। বললেন, ‘ঘরে খাওনের টানাটানি। খুব উপকার অইলো। এহন কয় দিন দুগ্গা ভাত-ডাইল-আলু দিয়া নিশ্চিন্তে চালাইতে পারমু।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পলাশপুরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়। গতকাল বরিশাল নগরের হজরত শাহজালাল (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পলাশপুরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়। গতকাল বরিশাল নগরের হজরত শাহজালাল (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। ছবি: প্রথম আলো

গতকাল দুপুরে বরিশাল নগরের কীর্তনখোলা তীরের মোহাম্মদপুর চর, পলাশপুর, সদর উপজেলার চরবাড়িয়া এলাকার আম্পানে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় দরিদ্র পরিবারের মধ্যে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসহায়তা করা হয়।
পলাশপুর হজরত শাহজালাল (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ত্রাণ বিতরণকাজে অংশ নেন বন্ধুসভার সদস্যরা। এ সময় বরিশাল বন্ধুসভার সভাপতি মেহদি হাসান, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলামসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।