মানুষের হাসিভরা মুখ

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ থেকে ঘোষণা এল, এবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অসহায় পরিবারকে অর্থসহায়তা করতে হবে। তখন রংপুর বন্ধুসভার সভাপতি ও সাধারণ সম্পাদক রংপুরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকের সঙ্গে কথা বলে তহবিল গঠনের সিদ্ধান্ত নেন। তহবিল গঠনে উপদেষ্টা আরিফুল হক রুজু ও রেহানা সুলতানা অগ্রণী ভূমিকা পালন করেন।
প্রথমে রংপুর নগরের বিভিন্ন এলাকায় ১২০টি পরিবার চিহ্নিত করে প্রতিটি পরিবারকে ১ হাজার করে টাকা পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া বন্ধুরা তাঁদের নিজ এলাকাতে আরও ২০টি পরিবারে ১ হাজার করে টাকা মোবাইল ব্যাংকিংয়ে পাঠান।
টাকা পাঠানোর পর যখন নিশ্চিত হতে নম্বরগুলোতে ফোন দেওয়া হয়, তখন এক আবেগঘন ভালো লাগা কাজ করে। যেমন আবেদা বানুর কথা বলা যায়, এই মঙ্গা দিনে ১ হাজার টাকা তাঁর কাছে বিশাল উপহার। তিনি এই টাকা থেকে কিছু চাল, আলু এবং বাকি টাকায় প্রয়োজনীয় কিছু ওষুধ কিনবেন।
আবার মদনদা টাকা পেয়ে হাসিমুখে বলেছিলেন, দুদিন একটু বাজার করে ছেলেমেয়েকে পেট পুরে খাওয়াতে পারবেন।
সহমর্মিতার ঈদ কার্যক্রমটি যদি শুরু না হতো, তাহলে হয়তো একসঙ্গে এতগুলো মানুষের হাসিভরা মুখ দেখতে পেতেন না রংপুর বন্ধুসভার বন্ধুরা।

অপূর্ব কৃষ্ণ রায়: সভাপতি, রংপুর বন্ধুসভা।