আগের মতো নই

কোনো বেদনা আমাকে আর স্পর্শ করে না
বেদনার সাথে সন্ধি করে নিয়েছি যখন
ঠিক তখনই তুমি আবারও এলে ফিরে
সেই আগের মতোই আমার আপন নীড়ে।
বৃথাই যাবে; যতই চেষ্টা করো না কেন?
তবে হ্যাঁ, আমার অনুভূতি যেন এখনো হয়নি শূন্য
এখনো আমি শীতল বাতাসে শিহরিত হই
ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে ওঠে চঞ্চল প্রাণ
বৃষ্টির আবেশে গুনগুন করে গাই সুমনের গান।
আমি এখন আর সেই আগের মতো নই
আগুনে পোড়া ছাই হতে আবারও উঠেছি জেগে
মাথা নুইয়ে চলে যাওয়া মানুষটাই আজ প্রতিবাদী
যার হারানোর নেই ভয়, তার কী আর হবে ক্ষতি?
তুমি বরং যাও ফিরে; হয়তো এটাই শেষ দেখা
যখনই পড়বে মনে, স্মৃতির আঙিনায় হেঁটে যেও
ইচ্ছে হলে আকাশের ঠিকানায় চিঠি দিও
জেনে নিও, তুমিই ছিলে আমার ভীষণ প্রিয়।
কুইন্স, নিউইয়র্ক, আমেরিকা
বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: bondhushava@prothomalo.com