অদূরে ধূসর মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।


তাজা বৃক্ষ হতে ঝরে যাওয়া হলুদ পাতা জানে মৃত্যুব্যথা
কত কষ্ট বুকে নিয়ে ভূপাতিত হয় একেকটি মৃত পাতা!
বুকে জাগা হাহাকারে চোখে জমে উঠে নদীভরা ক্রন্দন
মনে পড়ে ধূসর মৃত্যুর কথা, চলে যাব হলুদ পাতার মতোন।

সোনায় মোড়া অহংকারের জীবন ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তে
সেদিন আর নয় ঘুম পালঙ্কে, যেতে হবে চিরনিদ্রায় মাটির গর্তে।
চারিদিকে অন্ধকারে শুয়ে থাকব আমি একা, কেউ থাকবে না
পায়ের তলায় পিষে মারতাম যাদের আমি হব তাদের মুখের খানা।

খুব অদূরে ধূসর মৃত্যুর নগ্ন নৃত্যধ্বনি, ডাকছে ক্রমাগত
বাহুডোরে বাঁধবে আমায়; আলিঙ্গনে মৃত্যু জানাবে স্বাগত।
ফিরিয়ে দেওয়া প্রেমের মতো তারে করিতে পারি না প্রত্যাখ্যান
সাইক্লোনের মতো আসবে হঠাৎ ছিনিয়ে নেবে সতেজ প্রাণ।

দূরের কোন নক্ষত্র হতে রানার আসছে বিষাক্ত বার্তা নিয়ে
অপ্রত্যাশিত বিষের বেদনায় জীবন যাবে হঠাৎ ক্ষয়ে ক্ষয়ে।
মাটির আবরণে ঢাকা পৃথিবী আমাকে নেবে বুকে টেনে
সেদিন আমি পৃথিবীর কেউ নই, মাটির কীটেও যাবে জেনে।

এত সব আয়োজন, এত সকল উৎসব, সেদিন হয়ে যাবে মিছে
তবু কেন মৃত্যুর কথা না ভেবে জীবন ছুটছে জীবনের পিছে।
ঘুমহীন চোখে রাতভর চেয়ে আছি আকাশ পানে তারার দিকে
অনন্তকালের ঘুমের কথা ভেবে রাতের নিদ্রা হয়ে যায় ফিকে।

নূরে আলম সিদ্দিকী শান্ত: বাংলা বিভাগ, তেজগাঁও কলেজ

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]