ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার 'যেমন ইচ্ছে তেমন' প্রতিযোগিতা

শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করতে ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাসের বন্ধুসভা গত ১৩ মে আয়োজন করে ‘যেমন ইচ্ছে তেমন’ প্রতিযোগিতা। বন্ধুত্বপূর্ণ এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতা চর্চা করার একটি সুযোগ দেওয়া। প্রতিযোগিতা মোট চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। যথা—
১. ছোটগল্প, ভ্রমণকাহিনি
২. কবিতা, অণুকাব্য
৩. চিঠি
৪. অঙ্কন

শতকরা ৪০ ভাগ নম্বর পোস্টের লাইক ও সমালোচনার ওপর এবং বাকি ৬০ ভাগ নম্বর ছিল বিচারকমণ্ডলীর হাতে। প্রতিটি ক্যাটাগরি থেকে সেরা দুজন পুরস্কারের জন্য বিবেচিত হন। প্রতিযোগিতার সময়সীমা ছিল ৩১ মে পর্যন্ত। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে সফল করেছে। গত ২৪ জুন ফলাফল প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় প্রতিটি ক্যাটাগরিভেদে বিজয়ীরা হলেন:

ছোটগল্প: রাফসান রাসেল ও রাইসার আহমেদ
ভ্রমণকাহিনি: অয়ন মুনিম
কবিতা: রওশন আরা ও জান্নাত শিলা
অণুকাব্য: আল মামুন খান
চিঠি: রাইসার আহমেদ ও রাফসান রাসেল
অঙ্কন: নূরে সাবা তাহুরা

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]