বন্ধুসভার ভিডিওগ্রাফি প্রতিযোগিতা

জনস হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ভিডিওগ্রাফি প্রতিযোগিতা
ভিডিওগ্রাফির বিষয়: করোনাকালে যাপিত জীবন ও প্রতিরোধে বিশেষ উদ্যোগ

ভিডিওর দৈর্ঘ্য: ২-৩ মিনিট (অবশ্যই ৩ মিনিটের বেশি করা যাবে না। ভয়েস ওভার এবং সাবটাইটেল ব্যবহার করা যেতে পারে।)
ভিডিও পাঠানোর শেষ তারিখ: ২০ আগস্ট, বৃহস্পতিবার, ২০২০
পাঠানোর ঠিকানা: [email protected]

নাম, ঠিকানা, ই-মেইল, মুঠোফান নম্বর এবং সংশ্লিষ্ট বন্ধুসভার নাম উল্লেখপূর্বক (প্রযোজ্য ক্ষেত্রে) দ্রুত পাঠিয়ে দিন।
করণীয় বিষয়সমূহ: ভিডিও অবশ্যই শালীন, গ্রহণযোগ্য, বিষয়সংশ্লিষ্ট, নৈতিক এবং স্বকীয় হতে হবে। নকল ভিডিও ক্লিপ কিংবা অন্য যেকোনো প্রকাশিত ভিডিও থেকে ক্লিপ সংগ্রহ করে ব্যবহার করা যাবে না। ভিডিওর কপিরাইট স্বত্ব পুরোপুরি প্রথম আলো বন্ধুসভা এবং জনস হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস কর্তৃপক্ষ বহন করবে, যা পরবর্তী সময়ে তারা পরিমার্জন ও পরিবর্ধনপূর্বক ব্যবহার করতে পারবে।

*এই উদ্যোগটি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর সহযোগিতায় তৈরী ও উদ্যোগটির সকল তথ্য/বিষয়াদির দায়ভার ব্রেকথ্রু অ্যাকশন প্রকল্পের। এখানে প্রকাশিত মতামতের সাথে ইউএসএআইডি বা যুক্তরাষ্ট্র সরকারের মতামতের মিল নাও থাকতে পারে।