চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সেলফ ডিফেন্স কর্মশালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সেলফ ডিফেন্স কর্মশালা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সেলফ ডিফেন্স কর্মশালা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে দুই দিনব্যাপী ‘সেলফ ডিফেন্স ওয়ার্কশপ ফর উইমেন’ শিরোনামে কর্মশালার আয়োজন করা হয়। ৮ ও ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।কর্মশালার সমাপনী দিনে নারী দিবস ও সেলফ ডিফেন্স কর্মশালা সম্পর্কে চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক ও চবি বন্ধুসভার সভাপতি তাসনিম মুশাররাত বলেন, সমাজে যে অবক্ষয় তা থেকে নারীরা সেলফ ডিফেন্স প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। নারী দিবসে শুধুই আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে এই রকম প্রশিক্ষণের মাধ্যমেই নারীদের ক্ষমতায়ন সম্ভব।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদানে সার্বিক সহযোগিতায় ছিলেন দ্য ক্র্যাক প্লাটুন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ক্র্যাক প্লাটুনের ফাহমিদা আহমেদ কথা, ফারজানা আক্তার সাথী, জান্নাতুল ফেরদৌস, সানজিদা রহমান, পিনাকী ভট্টাচার্য ও পাইসানু মারমা। কর্মশালায় নারীদের বিরূপ পরিস্থিতিতে কীভাবে আত্মরক্ষা করতে হয় তার বিভিন্ন কলাকৌশল শেখানো হয়েছে। দুই দিনের এই কর্মশালায় মোট ৮০ জন ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় আহ্বায়ক হিসেবে ছিলেন বন্ধুসভার নারীবিষয়ক সম্পাদক আফরিনা কাউসার। কর্মশালায় উপস্থিত ছিলেন চবি বন্ধুসভার সাধারণ সম্পাদক রুবাইয়া রাখী, অর্থ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম, উপসাংগঠনিক সম্পাদক এম হুমায়ন কবির, দপ্তর সম্পাদক আবু সাঈদ তানভীর, প্রশিক্ষণ সম্পাদক মো. হাসিবুল খান, মানবসম্পদবিষয়ক সম্পাদক উজ্জ্বল বিন আমির। এ ছাড়া কর্মশালা আয়োজনে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁরা হলেন, বন্ধুসভার বন্ধু তাসমিনা, সৌমিক, আদিত্য, তিশা, মুমু , স্বর্ণা, নাদিফা, তুরিন।