অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা পৃথিবীর অন্যতম সেরা

ছবি: এএপি
ছবি: এএপি

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা উন্নত বিশ্বে অন্যতম ভালো অবস্থানে। যুক্তরাষ্ট্রের একটি গবেষক দলের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষক দল অবশ্য তাদের নিজেদের দেশ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে রেখেছে সবচেয়ে খারাপ অবস্থানে।

নিউইয়র্ক ভিত্তিক কমনওয়েলথ ফান্ডের গবেষকেরা ১১টি দেশের বিভিন্ন জাতীয় স্বাস্থ্যসেবা মডেলের ওপর গবেষণা করে অস্ট্রেলিয়ার পাবলিক ও প্রাইভেট স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে দ্বিতীয় সেরা বলে অভিহিত করেছেন।
তারা সবকিছু মিলে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবাকে সর্বোত্তম বলে স্বীকৃতি দিয়েছেন। এরপর অস্ট্রেলিয়া, তারপর নেদারল্যান্ডস এবং চতুর্থ স্থানে নিউজিল্যান্ড ও নরওয়েকে স্থান দিয়েছেন। এ ছাড়া, সুইজারল্যান্ড ষষ্ঠ, সুইডেন সপ্তম, জার্মানি অষ্টম, কানাডা নবম ও ফ্রান্স রয়েছে দশম স্থানে।
নিজ দেশের স্বাস্থ্যসেবাকে অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে একজন গবেষক বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে জনসংখ্যা অনুসারে স্বাস্থ্যসেবা অপেক্ষাকৃত দুর্বল। দেশটির শিশু মৃত্যুহার ও মানুষের গড় আয়ু অপ্রত্যাশিত।’

সূত্র: এবিসি নিউজ।