জাপানে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর উদ্বোধন

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা

আইসিসির সহযোগী দেশ হিসেবে জাপান গত কয়েক বছর ধরে ক্রিকেট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আইসিসির সহযোগিতায় দেশটির সানো সিটিতে গতকাল রোববার (৫ আগস্ট) সকালে উদ্বোধন করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর। সানো সিটির মেয়র আন্তর্জাতিক এই ক্রিকেট গ্রাউন্ডের উদ্বোধন করেন। পরে নিহন-বাংলা কাপ নামে ব্রিকেট টুর্নামেন্ট দিয়ে এই ভেন্যুর যাত্রা শুরু হয়েছে।

সানো সিটির মেয়র আন্তর্জাতিক এই ক্রিকেট গ্রাউন্ডের উদ্বোধন করেন
সানো সিটির মেয়র আন্তর্জাতিক এই ক্রিকেট গ্রাউন্ডের উদ্বোধন করেন

উল্লেখ্য, দেশটিতে ক্রিকেট প্রসারে বাংলাদেশি একঝাঁক তরুণ রাইজিং স্টার্স নামক ক্রিকেট ক্লাবের মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। জাপানের বাংলাদেশ দূতাবাস ও বেশ কিছু স্পনসর এই ক্লাবকে সহযোগিতা করছে |

পুরস্কার বিতরণী
পুরস্কার বিতরণী

বাংলাদেশ দূতাবাস, কিয়োডাই রেমিট্যান্স ও রাইজিং স্টার্সের সহযোগিতায় ক্রিকেট টুর্নামেন্টে জাপানের জাতীয় দল, একাডেমি দল ও রাইজিং স্টার্স অংশগ্রহণ করে | টুর্নামেন্টে জাপানের জাতীয় দল চ্যাম্পিয়ন হয় | খেলা শেষে দূতাবাস ও জাপানের ক্রিকেটের কর্মকর্তার উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় |

কাজী ইনসানুল হক: টোকিও, জাপান।