ফিনল্যান্ডে ঈদুল আজহা উদ্যাপিত

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে প্রবাসী বাংলাদেশি মুসলমানরা সমবেত হন ঈদের জামাতে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে প্রবাসী বাংলাদেশি মুসলমানরা সমবেত হন ঈদের জামাতে

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা। গ্রীষ্মের শেষে মেঘলা আকাশ থেকে নেমে আসা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে প্রবাসী বাংলাদেশি মুসলমানরা সমবেত হন ঈদের জামাতে। ইসলামি রীতি অনুযায়ী ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৯টায় হেলসিংকির হাকানিয়েমির পাল্লোহাল্লীতে। এতে ইমামতি করেন মো. আবদুল কুদ্দুস খান। এ ছাড়া কামপ্পো স্পোর্টস মিলনায়তনে প্রবাসীদের আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।

ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা জামাতে দুটিতে অংশ নেন।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে প্রবাসী বাংলাদেশি মুসলমানরা সমবেত হন ঈদের জামাতে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে প্রবাসী বাংলাদেশি মুসলমানরা সমবেত হন ঈদের জামাতে

বরাবরের মতো এবারও বাঙালিদের ঈদ উৎসবে ছিল বিভিন্ন ধরনের দেশি-বিদেশি খাবার, একে অপরের বাড়িতে নিমন্ত্রণ খাওয়া, মাতৃভূমি বাংলাদেশে টেলিফোন করে পরিবারের ও আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও খোঁজ-খবর নেওয়া ইত্যাদি। ঈদের এ আনন্দে একে অপরের বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার রেওয়াজ একাধারে ৩-৪ দিন চলতে থাকে।

জামান সরকার: হেলসিংকি, ফিনল্যান্ড।