সাস্কাতুনপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

বক্তব্য দিচ্ছেন আহমেদ হুসেন
বক্তব্য দিচ্ছেন আহমেদ হুসেন

কানাডার সাস্কাতুনে অভিবাসন বিষয়ক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাস্কাতুনপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্যোগে গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি ক্লাবে এ আলোচনা ও মতবিনিময় আয়োজন করা হয়।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন কানাডার ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ মন্ত্রী আহমেদ হুসেন। আরও ছিলেন এমপি ম্যাট ডেকরসি, কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার এমপি ন্যাথানিয়েল এরস্কিনে স্মিথ, এমপি সালমা জাহিদ, সিটি অব সাসকাতুন ডাইভার্সিটি কমিটির সভাপতি ক্রিস সিকটি প্রমুখ।

শুভেচ্ছা স্মারক নিচ্ছেন আহমেদ হুসেন
শুভেচ্ছা স্মারক নিচ্ছেন আহমেদ হুসেন

মন্ত্রী আহমেদ হুসেন অভিবাসন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিভিন্ন বিষয়ে যারা মতামত দিয়েছেন তাদের মতামত গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন তিনি।

মতবিনিময়ে বক্তব্য দেন সাইফুল আহমেদ, আমিনুর রহমান, সাদিকুর রহমান, মোহাম্মদ আজাদ, শেখ কামাল আহমেদ ও সাস্কাচেওয়ানে বাংলাদেশের অনারারি কনসাল রব নরিস প্রমুখ। সঞ্চালনা করেন মোহাম্মদ আজাদ।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

নৈশভোজের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।

অমিত উকিল: সাস্কাতুন, সাস্কাচেওয়ান, কানাডা।