আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণকাজ শুরু

আঙ্কারার বাংলাদেশ দূতাবাস ভবনের নকশা
আঙ্কারার বাংলাদেশ দূতাবাস ভবনের নকশা

তুরস্কের রাজধানী আঙ্কারার কূটনৈতিক এলাকা ওরানে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্মাণকাজ শুরু করা হয়। এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিটির দুজন বয়োজ্যেষ্ঠ সদস্যা। এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী, দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও আঙ্কারায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। নির্মাণকাজ উদ্বোধনের পর প্রকল্পের সাফল্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

কাজের উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিটির দুজন বয়োজ্যেষ্ঠ সদস্যা
কাজের উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিটির দুজন বয়োজ্যেষ্ঠ সদস্যা

নির্মাণাধীন এ কমপ্লেক্সে দূতালয়, রাষ্ট্রদূতের বাসভবন (বাংলাদেশ হাউস) ও ২৭৫ আসনের একটি অডিটোরিয়াম নির্মাণ করা হবে। এতে করে বন্ধুপ্রতিম তুরস্কে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করা ও তুরস্কের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক সম্প্রসারণে দূতাবাস আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আশা করা যায়। আগামী ১৮ মাসের মধ্যে এ প্রকল্পের কাজ সমাপ্ত করার কথা রয়েছে।

বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণকাজে জড়িত কর্মীদের সঙ্গে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা
বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণকাজে জড়িত কর্মীদের সঙ্গে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা

উল্লেখ্য, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুরস্ক সফরের সময় দুই দেশের মধ্যে নিজ নিজ রাজধানীর কূটনৈতিক এলাকায় পারস্পরিক প্লট হস্তান্তর করা হয়। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনসমূহের জন্য জমি ক্রয় বা আদান-প্রদানের মাধ্যমে নিজস্ব ভবন নির্মাণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি