অপেক্ষার নীল প্রাচীর

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

নিদ্রা জড়ানো আঁখির অলস পলকে 

আদরের আলতো ছোঁয়ার অনুরাগে
অধরে মাধুরী স্পর্শের শিহরণে
উষ্ণ আলিঙ্গনের মোহনায়
পুলকিত হৃদয়ের স্পন্দনে
ঘন নিশ্বাসের অভিলাষী নেশার
অনুভূতি আলোড়িত হয়
প্রতিটি রক্ত কণিকার কোষে কোষে।
আলেয়ার মতো মিলিয়ে যায়
নীরবতার নীল প্রাচীর।

লেখিকা
লেখিকা

নিষ্ফল চাষে চর পড়া জমিনের মতো
দেহের শাখা প্রশাখায় অপূর্ণতার আরোপ।
নীলাভ কষ্ট লোনা জলের ধারায়
প্লাবিত অবিরত
হৃদয়ের দেয়ালে জমা হয়
শীতল বরফের কঠিন প্রস্তর।
বিবেকের দংশনে বিদীর্ণ
নিস্তব্ধ ক্লান্ত রাত্রি কাঁদে
ভোরের অপেক্ষাতে।
হয়তো একদিন এই কষ্টের নিষ্কৃতি হবে বরফ গলা নদীতে।

আকাঙ্ক্ষার শুভ্র সুন্দর আকাশে অন্ধকারের নির্জনতা উপচে পড়ে
গহিন বালুচরে।
সময় গড়িয়ে যায় বেদনার ছায়াতলে,
কত দূর তুমি নিয়ে যাবে ভাসমান
ভেলায় ভাসিয়ে জীবনের লক্ষ্য
স্রোতের বিপরীতে।
দেখি আমি নির্জনে নিভৃতে
বিশ্বাসে বেঁধে আছে মন
অধীর গুনে প্রহর।