সাস্কাতুনে লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রদীপ উৎসব

উৎসবে ভক্তদের একাংশ
উৎসবে ভক্তদের একাংশ

কানাডার সাস্কাচেওয়ান প্রদেশের সাস্কাতুনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রদীপ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর শনিবার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে আয়োজিত এই বার্ষিক প্রদীপ উৎসবে সাস্কাতুনে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীরা সারা দিন উপবাস থেকে পূজা ও প্রার্থনায় অংশ নেন।

ভক্তদের প্রদীপ প্রজ্বালন
ভক্তদের প্রদীপ প্রজ্বালন

মন্দিরে স্থানীয় সময় বিকেল ৫টায় পূজার্চনা আরম্ভ হয়। অনুষ্ঠানমালায় ছিল ভোগ, দুগ্ধ স্নান, প্রদীপ প্রজ্বালন ও মৌনব্রত, অঞ্জলি, পাঁচালি পাঠ, কীর্তন এবং প্রসাদ বিতরণ। অঞ্জলির পর উপস্থিত ভক্তরা নিজ নিজ আসনের সামনে প্রদীপ জ্বালিয়ে সমগ্র বিশ্বের মানবজাতির কল্যাণের জন্য পিনপতন নীরবতায় প্রায় ঘণ্টাখানেক মৌনব্রত পালন করেন।

লোকনাথ বাবার পূজার্চনা
লোকনাথ বাবার পূজার্চনা

উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রদীপ উৎসব ২০১৮–এর সমাপ্তি হয়।