সিডনিতে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তারা
প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তারা

অস্ট্রেলিয়ার সিডনিতে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শেষ করেছেন বাংলাদেশ পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ১৯ জন কর্মকর্তা। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অপরাধমূলক তদন্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন তারা। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে গত ২২ অক্টোবর থেকে শুরু হয়ে এ প্রশিক্ষণ চলে ২ নভেম্বর পর্যন্ত। কর্মশালার অংশ হিসেবে বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ, নিউ সাউথ ওয়েলস পুলিশের নিয়ন্ত্রণ কেন্দ্র ও সারি হিলস পুলিশ স্টেশন ঘুরে দেখেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী দলটির নেতৃত্ব দিয়েছেন ডিআইজি আবু হাসান মুহাম্মদ তারিক। বাংলাদেশে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে এবং কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর অপরাধীকে দ্রুত শনাক্ত করার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তারা হলেন; শেখ শাকিল উদ্দিন আহমেদ, মো. ইকবাল, মিয়া মাসুদ করিম, এ আর এম আলিফ, মো. তাহেরুল হক চৌহান, আবু আশরাফ, মারুফা ইয়াসমিন, এস এম ফজলুল হক, মোহাম্মদ মনিরুজ্জামান, এস এম তারেক রহমান, মো.আবদুল্লাহ আল মামুন, ফরিদ উদ্দিন, নাসির আহমেদ শিকদার, মো. আবদুল হান্নান, রিমা সুলতানা, মো. হ‌ুমায়ূন কবির ও মোহাম্মদ লুতফর রহমান। এ ছাড়া ছিলেন জ্যেষ্ঠ সহকারী সচিব মুহাম্মদ আনিসুজ্জামান খান।

এ কর্মশালার সমন্বয়কারী ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো ড. নাহিদ হোসাইন।