সিডনিতে মুক্তিযুদ্ধের নাটক লিভ মি অ্যালন

মঞ্চনাটকের প্রচারপত্র
মঞ্চনাটকের প্রচারপত্র

অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও মঞ্চায়ন হতে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক লিভ মি অ্যালন। আগামী ১৫ ডিসেম্বর শনিবার ওয়ালিপার্কের হরাইজন থিয়েটারে স্থানীয় সময় রাত ৮টায় মঞ্চায়িত হবে নাটকটি। এবারের মঞ্চায়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত সদ্য প্রয়াত তারামন বিবিকে উৎসর্গ করা হয়েছে। জানিয়েছেন নাটকটির আয়োজক আলাপন থিয়েটারের সভাপতি গোলাম মোস্তফা। এর আগে গত ১০ নভেম্বর মঞ্চনাটকটি দীর্ঘ ষোলো বছর পর সিডনিতে মঞ্চায়িত হয়। দর্শক অনুরোধে গত ১৮ নভেম্বর আবারও মঞ্চায়িত হয় লিভ মি অ্যালন।

এদিকে দর্শক সাড়া জাগানো মঞ্চনাটকটির আবার প্রদর্শনী নিয়ে উৎসুক সিডনির প্রবাসী বাংলাদেশিরা। নাটকটি দেখার ইচ্ছা প্রকাশ করে সিডনির বাসিন্দা আফসার জানান, ‘আমি লিভ মি অ্যালনের শেষ প্রদর্শনী দেখেছি। নাটকটি যখন মঞ্চায়িত হচ্ছিল, তখন নিজেকে দর্শক নয় বরং নাটকটির একটা অংশই মনে হচ্ছিল। মুক্তিযুদ্ধে শুধু শহীদের প্রাণেরই বলিদান হয়নি, কত শত জীবনের গল্প পাল্টে গেছে তা-ই দেখছিলাম নাটকটিতে’। লিভ মি অ্যালন দেখার অভিজ্ঞতার কথা জানালেন সিডনি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক মাকসুদা সুলতানা। বলেন, ‘আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। মনটা হাউমাউ করে কাঁদছিল, সেই আর্তচিৎকারে চোখ দিয়ে জল হয়ে বেরিয়ে গেছে। হঠাৎ খেয়াল করলাম হলভর্তি দর্শকদের মধ্যে আমার একারই এমন অবস্থা হয়নি। যুদ্ধ করে, জীবন দিয়ে পাওয়া একটা দেশের পরবর্তী কতটা করুণ অবস্থা হতে পারে তা অসম্ভবরকম সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন নাট্যকার জন মার্টিন।’