ব্যতিক্রমী আয়োজনে ব্রিসবেনে ব্যাবের বর্ষবরণ

ব্যাবের পক্ষে থেকে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের একটি দৃশ্য
ব্যাবের পক্ষে থেকে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের একটি দৃশ্য

সবাই যখন ব্যস্ত নাচ-গান, ডিজে আর আতশবাজির আলোকচ্ছটায় নতুন বছরকে বরণ করার জন্য, ঠিক সেই সময়ই আরেক দল তরুণ ব্যস্ত অভাবী, গৃহহীন ও খাবারহীন ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে!

ব্যাবের পক্ষে থেকে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের একটি দৃশ্য
ব্যাবের পক্ষে থেকে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের একটি দৃশ্য

হোক তা মাত্র কিছু সময়ের জন্য, তবুও জীর্ণ জরাকে পিছে ফেলে নতুন বছরের শুরুতে এমন অগ্রযাত্রা সৃষ্টির সেরা জীবের দায়বদ্ধতাকেই যেমন আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে, তেমনি সংগঠনের কার্যক্রমকে নিয়ে গিয়েছে ভিন্ন স্তরে।

ব্যাবের পক্ষে থেকে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের একটি দৃশ্য
ব্যাবের পক্ষে থেকে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের একটি দৃশ্য

ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব) বরণ করেছে নতুন বছরকে।

ব্যাবের পক্ষে থেকে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের একটি দৃশ্য
ব্যাবের পক্ষে থেকে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের একটি দৃশ্য

গতকাল সোমবার ২০১৮ সালের শেষ দিন সন্ধ্যায় ছিন্নমূল মানুষদের মাঝে ব্যাবের পক্ষে থেকে খাবার বিতরণ করা হয়।

ব্যাবের পক্ষে থেকে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের একটি দৃশ্য
ব্যাবের পক্ষে থেকে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের একটি দৃশ্য

এ দিন নগরীর রোমা সড়কের নিকটস্থ ইমা মিলার প্লেসে প্রায় এক শ ছিন্নমূল মানুষের মাঝে বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।

ব্যাবের পক্ষে থেকে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের একটি দৃশ্য
ব্যাবের পক্ষে থেকে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের একটি দৃশ্য

কুইন্সল্যান্ড পুলিশ বিভাগ (কিউপিএস) ও স্থানীয় সামাজিক সংগঠন রোজিসের (ROSIS) সহায়তায় ব্যাবের কর্মসূচিতে বাংলাদেশি ডাক্তারদের সংগঠন (এসবিডিকিউ) ও রোহিঙ্গা সাপোর্ট গ্রুপ অস্ট্রেলিয়া অংশগ্রহণ করে।

ব্যাবের সমবেত সদস্যরা
ব্যাবের সমবেত সদস্যরা

আগে থেকেই বাংলাদেশি কমিউনিটির কয়েক শ সাধারণ মানুষ নির্ধারিত স্থানে প্যাকেটজাত শুকনা খাবার রেখে যান। বিতরণের একদিন আগে তা সংগ্রহ করে প্যাকেট করা হয়।

ব্যাবের সমবেত সদস্যরা
ব্যাবের সমবেত সদস্যরা

উল্লেখ্য, গত মাসের মাঝামাঝিতে ফেসবুক ও ইমেইলের মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হলে সাধারণ মানুষের সাড়া ছিল অসাধারণ। ফেসবুক ও ইমেইলে তারা ব্যাবের এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।