নিকারাগুয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার কাছে নিকারাগুয়ায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন মিজানুর রহমান
প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার কাছে নিকারাগুয়ায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন মিজানুর রহমান

নিকারাগুয়ায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। গত বুধবার দেশটির রাজধানী মানাগুয়ায় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন। এ সময় দেশটির ভাইস প্রেসিডেন্ট মুরিলো ওর্তেগা ও পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মিয়া মো. মাইনুল কবির।

পরিচয়পত্র পেশকালে মিজানুর রহমান ড্যানিয়েল ওর্তেগার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন করেন। ড্যানিয়েল ওর্তেগার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় মিজানুর রহমান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন বার্তা প্রেরণের জন্য তিনি প্রেসিডেন্ট ওর্তেগা ও মিসেস মুরিলোকে বিশেষভাবে ধন্যবাদ জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রী প্রদত্ত ধন্যবাদপত্র প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে হস্তান্তর করেন।

মিজানুর রহমান বাংলাদেশের সঙ্গে নিকারাগুয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষত ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগে অধিকতর উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি নিকারাগুয়ায় বাংলাদেশি পণ্যের, বিশেষ করে গার্মেন্টস সামগ্রী, পাটজাত দ্রব্য, ওষুধ, চামড়াজাত দ্রব্য ইত্যাদির রপ্তানি বৃদ্ধির আশা প্রকাশ ও রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিকারাগুয়ার সহযোগিতা কামনা করেন। প্রেসিডেন্ট ওর্তেগা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের সম্প্রসারণে তাঁর সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিচয়পত্র পেশকালে মিজানুর রহমান প্রেসিডেন্ট ওর্তেগাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার দেন
পরিচয়পত্র পেশকালে মিজানুর রহমান প্রেসিডেন্ট ওর্তেগাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার দেন

পরিচয়পত্র পেশকালে মিজানুর রহমান প্রেসিডেন্ট ওর্তেগাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার দেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে আরও ১৮টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত তাঁদের পরিচয়পত্র পেশ করেন। বিজ্ঞপ্তি