সরস্বতীর বন্দনায় টরন্টো দুর্গাবাড়ি

সরস্বতীর বন্দনায় নৃত্য পরিবেশনা
সরস্বতীর বন্দনায় নৃত্য পরিবেশনা

বিদ্যাবুদ্ধিতে সমৃদ্ধ হতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অর্চনায় মুখরিত ছিল টরন্টো দুর্গাবাড়ি প্রাঙ্গণ। হিন্দু ধর্মাবলম্বীদের রীতি অনুসারে সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী সরস্বতী জগতে আসেন।

সরস্বতীর বন্দনায় নৃত্য পরিবেশনা
সরস্বতীর বন্দনায় নৃত্য পরিবেশনা

গত শনিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুরু হয় বাণী অর্চনা, যাতে পুরোহিত কঙ্কণ ভট্টাচার্যের সঙ্গে ভক্তরা দেবী সরস্বতীর প্রণাম স্তুতি: ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তুতেঃ পাঠ করে দেবীর আশীর্বাদ কামনা করেন। অনুষ্ঠিত হয় হাতেখড়ি, যার মাধ্যমে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয়। পরে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়।

সরস্বতীর বন্দনায় সংগীত পরিবেশনা
সরস্বতীর বন্দনায় সংগীত পরিবেশনা

দুপুর ১২টায় শুরু হয় শিশু-কিশোরদের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা ৭টায় শুরু হয় শিশু-কিশোরদের সংগীত ও নৃত্য পরিবেশনা। সংগীত শিক্ষক রীতা চক্রবর্তী ও তাঁর দলের সমবেত গানে শুরু হয় সন্ধ্যার আয়োজন। বিপ্লব কর ও অরুণা হায়দারের পরিচালনায় চলে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। ছোট ছোট সোনামণি ও বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে উপভোগ্য হয়ে ওঠে সার্বিক আয়োজন।

পূজামণ্ডপ
পূজামণ্ডপ

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ইভা নাগ। তিনি ইসকন গীতার ওপর একটি সংক্ষিপ্ত কিন্তু অসাধারণ এক বিশ্লেষণ উপহার দেন দর্শকদের এবং শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ করেন। শিশুদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন ২০ নম্বর ওয়ার্ডের সিটি কাউন্সিলর গ্রে ক্রর্ফোড। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুর্গাবাড়ির কার্যকরী কমিটি ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা।

শিশুদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন সিটি কাউন্সিলর গ্রে ক্রর্ফোড
শিশুদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন সিটি কাউন্সিলর গ্রে ক্রর্ফোড

মধ্যরাত অবধি প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয় বিদ্যাদেবীর আরাধনা।