অস্ট্রেলিয়ায় সরকারি খরচে স্নাতকোত্তর গ্রহণের সুযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের অনুদানে দেশটিতে স্নাতকোত্তর গ্রহণের দ্বার খুলেছে এ বছরও। দেশটির সবচেয়ে সম্মানজনক বৃত্তির কার্যক্রমে আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এই বৃত্তির জন্য বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। শুধু মাস্টার্স ডিগ্রি বা স্নাতকোত্তরের শিক্ষার্থীরাই এ বৃত্তি পাবেন। এই বৃত্তির আওতায় শর্ত সাপেক্ষে পুরো টিউশন ফি বহন করবে সরকার। এ ছাড়া রয়েছে ফিরতি বিমান টিকিট, থাকা-খাওয়ার খরচ, বই ও পড়াশোনার অনুষঙ্গ কেনার খরচ, স্বাস্থ্যবিমা, ইংরেজি ভাষা শিক্ষার খরচসহ আরও অনেক সুবিধা পাওয়ার সুযোগ।

বৃত্তি কার্যক্রমে আবেদনের জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কয়েকটি আবশ্যিক শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএসের সমপরিমাণ কমপক্ষে ৬.৫ স্কোর থাকতে হবে, যার মধ্যে কোনো বিভাগের স্কোর ৬-এর নিচে হওয়া যাবে না। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রমে আবেদনের বিস্তারিত তথ্য নিচের ওয়েব ঠিকানায় পাওয়া যাবে।
<dfat.gov.au/about-us/publications/Documents/australia-awards-bangladesh-information-for-intake.pdf>