তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এম আল্লামা সিদ্দীকী একরেম চেলেবিকে জাতীয় স্মৃতিসৌধের একটি স্মারক উপহার দিচ্ছেন
এম আল্লামা সিদ্দীকী একরেম চেলেবিকে জাতীয় স্মৃতিসৌধের একটি স্মারক উপহার দিচ্ছেন

বাংলাদেশ-তুরস্ক পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের নবনিযুক্ত প্রেসিডেন্ট একরেম চেলেবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী। আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় তুর্কি সংসদ সচিবালয়ে তিনি তাঁর সঙ্গে এক মধ্যাহ্নভোজ সভায় মিলিত হন। এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় প্রাধান্য পায়। এ ছাড়া, একরেম চেলেবিকে রাষ্ট্রদূত সম্প্রতি তুর্কি ভাষায় প্রকাশিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও জাতীয় স্মৃতিসৌধের একটি স্মারক উপহার দেন।

আলোচনাকালে এম আল্লামা সিদ্দীকী বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে সার্বিক উন্নয়নের বিষয়ে একরেম চেলেবিকে অবহিত করেন। এ ছাড়া, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, অভ্যুদয় ও তার প্রেক্ষাপট, দীর্ঘ পথপরিক্রমায় অর্জিত অভিজ্ঞতা, বর্তমান সরকারের পরিচালনায় অর্জিত উন্নয়ন মাইলফলকসমূহ, ভারসাম্যভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি, গঠনমূলক পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক উন্নয়ন সংলাপে বাংলাদেশের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।

এম আল্লামা সিদ্দীকী একরেম চেলেবিকে তুর্কি ভাষায় প্রকাশিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার দিচ্ছেন
এম আল্লামা সিদ্দীকী একরেম চেলেবিকে তুর্কি ভাষায় প্রকাশিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার দিচ্ছেন

একরেম চেলেবি রাষ্ট্রদূতের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি বাংলাদেশের সাম্প্রতিক অগ্রযাত্রাকে সাধুবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আত্মপ্রত্যয়ী বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়া ও উন্নয়ন অর্জনসমূহের ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের মিনিস্টার মো. রইস হাসান সারোয়ার এবং প্রথম সচিব ও দূতালয় প্রধান সবুজ আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি